ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ওসাসুনার বিপক্ষে পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
ওসাসুনার বিপক্ষে পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ ...

স্প্যানিশ ফুটবল লিগে পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলের নিচের সারির দল ওসাসুনার বিপক্ষে গোল শূন্য ড্র করেছে জিদানের শিষ্যরা।

পুরো ম্যাচ জুড়েই ছিল প্রতিকূল অবস্থা। ঠাণ্ডা ও তুষার পাতে স্বাভাবিক খেলাটা কোনো দলই খেলতে পারেনি।
 
শনিবার (০৯ জানুয়ারি) দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে আধিপত্য দেখায় রিয়াল। পুরো ম্যাচ জুড়েই মাত্র বল লক্ষ্যে শট মারতে পারে তারা। অন্য দিকে ওসাসুনা লক্ষ্য বরাবর শট নেয় দুইবার।
 
ম্যাচের ৩০তম মিনিটে ভালো সুযোগ পেয়েছিল ওসাসুনা। লুকাস ভাসকেসের দেওয়া ব্যাকপাস রাফায়েল ভারানে নিয়ন্ত্রনে নিতে পারেনি। ফলে কর্নার পায় ওসাসুনা। সেই কর্নার থেকেই ওইয়েরের হেড ফিরিয়ে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া।  

রিয়াল একমাত্র সুযোগটি পায় ৪৯ মিনিটে। সতীর্থের উঁচু করে বাড়ানো থ্রু বল থেকে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে এগিয়ে যান মার্কো আসেনসিও। ডি-বক্সের বাইরে তার নেওয়া জোরালো শট ফিরিয়ে দেন গোলরক্ষক।
 
এই ড্রয়ে ১৮ ম্যাচে ১১ জয় ও চার ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল।
 
বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
আরএআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।