ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বছরের শুরুতে লিভারপুলের হার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
বছরের শুরুতে লিভারপুলের হার

নতুন বছরের শুরুতে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের তালিকার শীর্ষে থাকা লিভারপুলকে। সাউদাম্পটনের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে অলরেডরা।

 

নিজেদের মাঠে ম্যাচের শুরুতে এগিয়ে যায় সাউদাম্পটন। জেমস ওয়ার্ড-প্রাউসের পাস থেকে রেফারির প্রথম বাঁশি বাজানোর দ্বিতীয় মিনিটে লিভারপুলের জালে বল পাঠিয়ে দেন ড্যানি ইঙ্গস।  

এরপর সমতায় ফিরতে চেষ্টা করলেও সাউদাম্পটনের জাল খুঁজে পাননি মোহামেদ সালাহ, সাদিও মানে, রবার্তো ফিরমিনোরা। শেষ পর্যন্ত চলতি মৌসুমে লিগে দ্বিতীয় হার মেনে নেয় ইয়ুর্গেন ক্লপের দল।

হারলেও তালিকার শীর্ষে আছে লিভারপুল। গত আসরের চ্যাম্পিয়নদের পয়েন্ট ১৭ ম্যাচে ৩৩। তবে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চির প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের সামনে এখন মৌসুমে প্রথমবার শীর্ষে ওঠার সুযোগ। লিভারপুলের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ইউনাইটেড। আর টানা পাঁচ ম্যাচ পর জয় নিয়ে এভারটনকে টপকে ষষ্ঠ স্থানে ওঠে এসেছে সাউদাম্পটন। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ২৯।  

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।