ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বর্ষসেরা লেভান্ডভস্কির জোড়া গোলে বায়ার্নের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
বর্ষসেরা লেভান্ডভস্কির জোড়া গোলে বায়ার্নের জয়

দুদিন আগেই প্রথমবারের মতো ফিফা বর্ষসেরা ফুটবলারের তমকা জিতেছেন রবার্ট লেভান্ডভস্কি। এরপর মাঠে নেমেই চমক দেখালেন।

তার জোড়া গোলেই বায়ার লেভারকুসেনকে ২-১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।

শনিবার প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে অবশ্য প্রথমেই গোল হজম করে বায়ার্ন। ১৪তম মিনিটে পাত্রিক শিকের গোলে লিড নেয় স্বাগতিকরা। তবে পোলিশ স্ট্রাইকার লেভার ৪৩ ও ম্যাচের নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে হ্যান্স ফ্লিকের শিষ্যরা।

লিগে ১৩ ম্যাচে ৯ জয় ও তিন ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল বায়ার্ন। দুইয়ে নেমে যাওয়ার লেভারকুসেনের পয়েন্ট ২৮।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।