ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আয়াক্সকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে লিভারপুল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
আয়াক্সকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে লিভারপুল বল দখলের লড়াইয়ে মানে

দ্বিতীয় রাউন্ডে আগে থেকে এক পা দিয়ে রেখেছিল লিভারপুল। এবার ডাচ ক্লাব আয়াক্সকে ১-০ গোলে হারিয়ে চলতি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

 

৫৮তম মিনিটে ভয়ঙ্কর এক ভুল করে বসেন আয়াক্স গোলরক্ষক আন্দ্রে ওনানা। সেই সুযোগে লিভারপুলকে এগিয়ে দেন কার্টিস জোন্স। চ্যাম্পিয়নস লিগে ইংলিশ মিডফিল্ডারের এটি প্রথম গোল।

এই জয়ে ‘ডি’ গ্রুপে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত করলো অলরেডরা। গ্রুপের আরেক ম্যাচে মিডজিল্যান্ডের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতালান্তা। তাদের চেয়ে এক পয়েন্ট কমে তিনে আছে আয়াক্স।  

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, ডিসেম্বর ০২১, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।