ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বার্সার প্রতিপক্ষ বিলবাও, রিয়ালের সোসিয়েদাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
বার্সার প্রতিপক্ষ বিলবাও, রিয়ালের সোসিয়েদাদ ...

অনুষ্ঠিত হয়ে গেল স্প্যানিশ ফুবলের দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের ড্র। তবে এই ড্রতে তিন জায়ান্ট দল বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া নিজেদের এড়াতে পেরেছে। শেষ আটের ম্যাচগুলো একটি লেগে সম্পন্ন হবে। যেখানে ৪ থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

রিয়াল মাদ্রিদ ৬ ফেব্রুয়ারি ঘরের মাঠ স্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথেয়তা দেবে। তবে একই দিন অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠ সান ম্যামেসে খেলতে যাবে বার্সেলোনা।

এই দু’দল ২০১৫ সালের আসরটির ফাইনালের স্মৃতি ফিরিয়ে আনবে। সেবার লিওনেল মেসির জোড়া গোলে বিলবাওকে ৩-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা।

এদিকে ৪ ফেব্রুয়ারি গ্রানাদা নিজেদের মাঠ স্তাদিও নুয়েভো লস কারমেনেসে আমন্ত্রণ জানাবে ভ্যালেন্সিয়াকে। আর ৫ ফেব্রুয়ারি ভিয়ারিয়াল মিরান্দেসের বিপক্ষে তাদের মাঠ স্তাদিও মিউনিসিপাল দে আন্দুভে আতিথেয়তা নেবে।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।