ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

গোপালগঞ্জকে ৪-২ গোলে হারালো মাগুরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
গোপালগঞ্জকে ৪-২ গোলে হারালো মাগুরা ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের ফিরতি খেলায় গোপালগঞ্জ জেলা দলকে ৪-২ গোলে হারিয়েছে মাগুরা জেলা দল।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি ফুটবল স্টেডিয়ামে এ দু’দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।

খেলার ১৪তম মিনিটে মাগুরা ১-০ গোলে এগিয়ে যায়।

এরপর ২৪তম মিনিটে গোপালগঞ্জ জেলা দলের খন্দকার খালিদ হাসান গোল করে ১-১ গোলে সমতা আনেন।  

২৯তম মিনিটে মাগুরা জেলা দলের তরিকুল ইসলাম গোল করে গোল ব্যবধান ২-১ করেন। খেলার ৩৩তম মিনিটে একই দলের নঈম শেখ ব্যবধান আরও বাড়িয়ে দেন।

দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে মাগুরার নঈম শেখ নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন। এরপর ৬১তম মিনিটে গোপালগঞ্জ জেলা দলের আমীর আলী ব্যবধান কমিয়ে ৪-২ করেন।

এর আগে গত ২৫ জানুয়ারি মাগুরা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম লেগের খেলায় মাগুরা জেলা দল ৪-১ গোলে গোপালগঞ্জ জেলা দলকে পরাজিত করেছিল।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।