ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিতে বুরুন্ডি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২০
বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিতে বুরুন্ডি মাঠের মধ্যে নেচে সেমিতে যাওয়ার আনন্দ প্রকাশ করছে বুরুন্ডির খেলোয়াড়রা: ছবি-শোয়েব মিথুন

বঙ্গবন্ধু গোল্ডকাপে নিজেদের প্রথম ম্যাচে মরিশাসকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল বুরুন্ডি। এবার দ্বিতীয় ম্যাচে আফ্রিকার আরেক দল সিশেলসকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। 

শনিবার (১৮ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরুতে পিছিয়ে পড়েও সিশেলসের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বুরুন্ডি। এই জয়ে ‘বি’ গ্রুপে শীর্ষ দল হিসেবে শেষ চারের টিকেট কাটলো আফ্রিকান দেশটি।

 

ম্যাচের শুরু থেকে বল নিজেদের পায়ে রাখলেও ২৬ মিনিটে পিছিয়ে পড়ে বুরুন্ডি। পেরি মনিয়াইয়ের গোলে এগিয়ে যায় সিশেলস। তবে ব্যবধানটা তারা ধরে রাখতে পারেনি। গোল হজম করে ফুঁসে ওঠে বুরুন্ডি। প্রথমার্ধে অবশ্য গোলের দেখা পায়নি তারা।  

বল দখলের লড়াইয়ে বুরুন্ডি ও সিশেলসের খেলোয়াড়: ছবি-শোয়েব মিথুনবিরতি থেকে ফিরে ৫৫ মিনিটে সমতায় ফিরে বুরুন্ডি। এনদিকুমানা আসমানের শট পায়ে লাগে সিশেলসের গোলরক্ষকের। সেখান থেকে পাওয়া বলে লাফিয়ে ওঠে হেডে জাল খুঁজে নেন শিমিরিমানা জসপিন। আগের ম্যাচে মরিশাসের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। এখন পযর্ন্ত ৪ গোল নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন জসপিন।  

বুরুন্ডির গোল উদযাপন: ছবি-শোয়েব মিথুনসমতায় ফিরে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে বুরুন্ডি। ৩১ মিনিটে প্লেসিং শটে ব্যবধানটা ২-১ করেন ট্যাম্বায়ে আমিসি। বুরুন্ডির তৃতীয় গোলটিও এসেছে তার পা থেকে।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।