ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ফিরছেন মেসি-পিকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ফিরছেন মেসি-পিকে অনুশীলনে সুয়ারেস, মেসি ও পিকে/ছবি: সংগৃহীত

গত সপ্তাহে ইন্টার মিলানের মাঠে চ্যাম্পিয়ন লিগের ম্যাচ খেলে আসা বার্সেলোনা দলে ছিলেন না লিওনেল মেসি ও জেরার্ড পিকে। তবে এক ম্যাচের বিরতি শেষে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে শনিবার (১৪ ডিসেম্বর) রাত ৯টায় ফিরছেন দুজনেই।

মিলান সফরে যাননি সার্জি রবার্তোও। সান সেবাস্তিয়ানের ম্যাচের জন্য বার্সার ১৯ সদস্যের স্কোয়াডে ফিরেছেন তিনিও।

কোচ আর্নেস্তো ভালভার্দের জন্য স্বস্তির খবর বয়ে এনেছেন নেলসন সেমেদো এবং জর্দি আলবাও। প্রায় এক মাস ইনজুরির কারণে বাইরে থাকার পর মেডিক্যাল টেস্টে উত্তীর্ণ হয়েছেন দুজনেই।

তবে ইনজুরি কাটিয়ে ফিরলেও কাতালুনিয়ায় থেকে যাবেন আর্থার মেলো। ব্রাজিলিয়ান মিডফিল্ডার এখনও ফিটনেস ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন। অপরদিকে ইনজুরি আক্রান্ত উসমানে দেম্বেলের অপেক্ষা আরও দীর্ঘায়িত হচ্ছে।

রিয়াল সোসিয়েদাদ ম্যাচের বার্সেলোনা স্কোয়াড:

গোলরক্ষক: মার্ক-আন্দ্রে টের স্টেগান, নেতো।

ডিফেন্ডার: নেলসন সেমেদো, জেরার্ড পিকে, জ্যঁ-ক্লেয়ার তোদিবো, ক্লেমেন্ট লেঙ্গলেট, জর্দি আলবা, স্যামুয়েল উমতিতি।

মিডফিল্ডার: ইভান রাকিতিচ, সার্জি বুসকেতস, কার্লেস অ্যালেনা, সার্জি রবার্তো, ফ্র্যাঙ্কি ডি ইয়ং, আর্তুরো ভিদাল।

ফরোয়ার্ড: লুইস সুয়ারেস, লিওনেল মেসি, আঁতোয়া গ্রিজম্যান, কার্লেস পেরেস, আনসু ফাতি।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।