ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নেইমারের ফেরার ম্যাচে দুই আর্জেন্টাইনের গোল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
নেইমারের ফেরার ম্যাচে দুই আর্জেন্টাইনের গোল ছবি: সংগৃহীত

হ্যামস্ট্রিংয়ের চোটে প্রায় ছয় সপ্তাহ বাইরে থাকার পর মাঠে ফিরেছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে, গোল করতে পারেননি। দুই আর্জেন্টাইন মাউরো ইকার্দি আর অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে লিলকে ২-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি।

ফরাসি লিগ ওয়ানে ঘরের মাঠে লিলকে আতিথ্য দেয় পিএসজি। মুখোমুখি আগের লড়াইয়ে লিলের মাঠে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছিল পিএসজি।

নেইমারের সঙ্গে এই ম্যাচে ফিরেছিলেন চোট থেকে সেড়ে ওঠা আরেক তারকা কাইলিয়ান এমবাপে। ব্রাজিল তারকার বদলি হিসেবে নেমে গোল করতে পারেননি ফরাসি এই তারকা।

ম্যাচের ১৭তম মিনিটে ইকার্দির গোলে লিড নেয় স্বাগতিক পিএসজি। আর ৩১ মিনিটের মাথায় দলের দ্বিতীয় গোলটি করেন ডি মারিয়া। বাকি সময়ে ব্যবধান বাড়াতে পারেনি পিএসজি।

১৪ ম্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে এক ম্যাচ কম খেলা মার্সেই। আর ১৪ ম্যাচে লিলের পয়েন্ট ১৯, অবস্থান সাত নম্বরে।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।