ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পাকুন্দিয়ায় প্রিমিয়ার ক্লাব ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
পাকুন্দিয়ায় প্রিমিয়ার ক্লাব ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় প্রিমিয়ার ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী হয়েছে পোল্ট্রি শিল্প ফুটবল একাদশ।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসানের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহব্বায়ক হেলাল উদ্দিন (ভিপি) হেলাল, পাকুন্দিয়া পৌরসভার সাবেক
কমিশনার তরিকুল ইসলাম আসাদ, উপজেলা যুবলীগ নেতা সমাজ সেবক বিল্লাল হোসেন প্রমুখ।

ফাইনাল খেলায় একতা স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে পোল্ট্রি শিল্প ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

এ ফুটবল টুর্নামেন্টে নাইজেরিয়া, ঘানাসহ জাতীয় দলের খেলোয়াড়রা দুটি দলে ভাগ হয়ে অংশগ্রহণ করেন। খেলায় ধারাভাষ্য পরিচালনা করেন হাবিবুল্লাহ তমিজ।

কিশোরগঞ্জ সদর উপজেলাসহ পাকুন্দিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে মাঠে উপস্থিত হয়ে কয়েক হাজার ফুটবলপ্রেমী খেলাটি উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘন্টা, নভেম্বর ২২, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।