ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কাতার বিশ্বকাপের দর্শকরা পাবে প্রমোদতরীর স্বাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
কাতার বিশ্বকাপের দর্শকরা পাবে প্রমোদতরীর স্বাদ ছবি:সংগৃহীত

২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজক কাতার। আর এই আসরটিকে কেন্দ্র করে কোনো কিছুর কমতি রাখছে না মধ্যপ্রাচ্যের ধনকুবের দেশটি। দর্শকদের কথা মাথায় রেখে সর্বশেষ বিশাল এক আয়োজনের চুক্তি করেছে কাতার।

বিশ্বকাপের আয়োজক কমিটি দ্য সুপ্রিম কমিটি ফর ডেলিভারি এন্ড লিগেসি (এসসি) ইতোমধ্যে বিখ্যাত ক্রুজ শিপ (প্রমোদতরী) প্রতিষ্ঠান এমএসসির সঙ্গে একটি চুক্তিতে সম্মত হয়েছে। বিশ্বকাপ চলাকালীন দর্শকদের থাকার জন্য দুটি ক্রুজ লাইনার্স আনা হবে।

২১ নভেম্বর থেকে শুরু হওয়া আসরে দোহা বন্দরে নোঙর করা হবে লাইনার্সগুলো। যেখানে দুটি মিলে ৪ হাজার কেবিন থাকবে। এছাড়া ভাসমান হোটেল থাকছেই।

কাতারের পরিবহন ও যোগাযোগ মন্ত্রী এইচ.ই. জাসিম সাইফ আহমেদ আল সুলাইতি এ ব্যাপারে বলেন, ‘ফিফা বিশ্বকাপ চলাকালীন পরিবহন ও যোগাযোগ মন্ত্রনালয় বাড়তি বিনোদনের জন্য দর্শকদের থাকার ব্যবস্থা হিসেবে দোহা বন্দরে সুবিশাল প্রমোদতরী আনবে। ’

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।