ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বড় জয়ে গ্রুপ পর্ব শেষ করলো স্পেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
বড় জয়ে গ্রুপ পর্ব শেষ করলো স্পেন ছবি:সংগৃহীত

ইউরো ২০২০ বাছাইপর্বে অপরাজিত থেকেই শেষ করলো স্পেন। ‘এফ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে রোমানিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লা রোহারা।

এদিন ঘরের মাঠে আধিপত্য বিস্তার করে খেলা স্পেন অষ্টম মিনিটেই লিড পায়। দলের হয়ে প্রথম গোল করেন ফাবিয়ান রুইস।

৩৩তম মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন জেরার্দ মরেনো। আর ৪৩ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন এই ফরোয়ার্ড। বিরতির আগে শেষ মিনিটে একটি আত্মঘাতী গোল হজম করে রোমানিয়া।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দূর পাল্লার শটে রোমানিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মিকেল।

নিজেদেরে গ্রুপে ১০ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে স্পেনের সংগ্রহ ২৬ পয়েন্ট। দলটি আগেই গ্রুপ সেরা হয়ে মূল পর্ব নিশ্চিত করেছিল। একই গ্রুপে দ্বিতীয় দল হিসেবে মূল পর্বে জায়গা করে নিয়েছে সুইডেন।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।