ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মিশর স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করলেন সালাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
মিশর স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করলেন সালাহ মোহামেদ সালাহ (মাঝে) ছবি:সংগৃহীত

গোড়ালির ইনজুরির কারণে আফ্রিকান ন্যাশনস কাপের বাছাইপর্বের ম্যাচে জাতীয় দল মিশরের স্কোয়াড থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন মোহামেদ সালাহ। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের হয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলতে গিয়ে চোট পান তিনি।

গত রোববার লিভারপুলের হয়ে ঘরের মাঠ অ্যানফিল্ডে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামেন সাহাল। তবে প্রথমার্ধে প্রতিপক্ষের ফার্নানদিনহোর ট্যাকেলের শিকার হন ২৭ বছর বয়সী এই তারকা।

দ্রুত চিকিৎসা নিয়ে মাঠে ফিরে দ্বিতীয়ার্ধে গোলও করেন তিনি। তবে ৮৭ মিনিটে তাকে বদলি করা হয়।

সালাহ পরবর্তীতে তার জাতীয় দল মিশরের সঙ্গে যোগাযোগ করেন। যেখানে পরিকল্পনামাফিক কেনিয়া ও কোমোরোস আইল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে ফারাওরা। তবে মিশর ফুটবলের চিকিৎসকের পরামর্শ নিয়ে নিজেকে প্রত্যাহার করে নেন সালাহ।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।