ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সালাকে খুঁজে বের করতে মেসির অনুরোধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
সালাকে খুঁজে বের করতে মেসির অনুরোধ সালাকে খুঁজে বের করতে মেসির অনুরোধ-ছবি: সংগৃহীত

প্লেন দুর্ঘটনায় নিখোঁজ হওয়া আর্জেন্টাই ফুটবলার এমিলিয়ানো সালাকে খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাওয়ার অনুরোধ জানালেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। স্প্যানিশ একটি পত্রিকাতে শুক্রবার (২৫ জানুয়ারি) সাক্ষাৎকার দেওয়ার সময় মেসি এই অনুরোধ করেন।

গত ২১ জানুয়ারি ফ্রান্সে ক্লাব নঁতে থেকে ইংলিশ ক্লাব কার্ডিফ সিটিতে খেলতে প্লেনে করে যাওয়ার সময় নিখোঁজ হন ২৮ বছর বয়সী আর্জেন্টাইন স্ট্রাইকার সালা।

এ নিয়ে মেসি বলেন, ‘শেষ সময় পর্যন্ত চেষ্টা করে তাকে খুঁজে বের করতে।

উদ্ধার কাজ সমাপ্ত না করে যতটা সম্ভব যেন চেষ্টা চালিয়ে তার খোঁজ করা হয়। ’ এ সময় সালার পরিবারের পাশে থাকার কথা জানান সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।

ফ্রান্স ও যুক্তরাজ্যের মাঝখানে থাকা ইংলিশ চ্যানেল অতিক্রম করার সময় সালাকে বহনকারী প্লেনটির সাথে রাডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর পাঁচ দিনে পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ এখনো সন্ধান করতে পারেনি প্লেনটি। ঘটনাটি পুরো ফুটবল বিশ্বকে নাড়া দেয়।

ফ্রান্সের ক্লাব নঁতের হয়ে ১১৭ ম্যাচে ৪২ গোল করেন এমিলিয়ানো সালা। চলতি বছর ১৭ মিলিয়ন ইউরোতে ইংলিশ ক্লাব কার্ডিফ সিটিতে নাম লেখান আর্জেন্টিনার এই স্ট্রাইকার।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, ২৬ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।