ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রামোসে ঘুরে দাঁড়ালো রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
রামোসে ঘুরে দাঁড়ালো রিয়াল গোলের পর রামোসের উল্লাস। ছবি: সংগৃহীত

ঢাকা: কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে ৪-২ গোলে জিরোনার বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শুধু জয় পেয়েছে বললে একটু খাটো-ই হয়ে যাবে! সেক্ষেত্রে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বলাই ভালো।

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাইউয়ে খেলার শুরু হোচট খেলেও তা সামলে ওঠে সেমি ফাইনালের পথে বেশ খানিকটা এগিয়ে থাকা সোলারির শিষ্যরা।  

নির্ধারিত ৯০ মিনিটের খেলায় সাত মিনিটে আলেক্সান্দর লোজানোর গোলে পিছিয়ে যায় স্বাগতিকেরা।

তবে জবাব দিতে খুব বেশি দেরি করেনি তারা। ১৮ মিনিটে গোলটি শোধ করেন লুকাস ভাসকেস।  

এরপর প্রথমার্ধের ৪২তম মিনিটে পেনাল্টি থেকে এক গোলে দলকে এগিয়ে নেন সার্জিও রামোস। ভিনিসিউস জুনিয়র জিরোনার ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।  

তবে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে কাতালান ক্লাব জিরোনাকে সমতায় ফেরান অ্যালেক্স গ্রানেল। ৬৬ মিনিটে তিনিও গোলটি করেন পেনাল্টি থেকে। ডি বক্সের মধ্যে বদলি খেলোয়াড় লরেন্তের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশ বাজান রেফারি।  

তবে এর কিছু পর অর্থাৎ ৭৭ মিনিটে রামোসের গোলে সমতায় ফেরে স্প্যানিশ জায়ান্ট রিয়াল। মার্সেলোর দেওয়া বলে তার ব্যক্তিগত দ্বিতীয় গোলে দল এগিয়ে  যায় ৩-২ গোলে।  

জয়ের উল্লাস করলেও শেষ পর্যন্ত দূরন্ত গতিতেই এগিয়েছেন রামোস-মার্সোলোরা। ৮০তম মিনিটে দলের চতুর্থ গোলের বলটি জিরোনার জালে জড়ান ফরাসি স্ট্রাইকার করিম বেনজামা।  

ব্রাজিলীয় ফরোয়ার্ড ভিনিসিউসের বাড়ানো বল থেকে গোলটি করেন তিনি।  

বাংলাদেশ সময়: ০৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
এমএমএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।