ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যানচেস্টার সিটির লিগ কাপের সেমিফাইনাল নিশ্চিত 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
ম্যানচেস্টার সিটির লিগ কাপের সেমিফাইনাল নিশ্চিত  ছবি: সংগৃহীত

শুধু ইংলিশ প্রিমিয়ার লিগই নয়, অন্য প্রতিযোগিতায়ও নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে লেস্টার সিটিকে টাইব্রেকারে হারিয়ে লিগ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে শেষ আটের ম্যাচের নির্ধারিত সময় ১-১ ড্রয়ে শেষ হয়। এরপর টাইব্রেকারে ৩-১ গোলে জয় নিশ্চিত করে শেষ চারে পৌঁছায় সিটিজেনরা।

ম্যাচের ১৪ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে এগিয়ে যায় ম্যানসিটি। বিরতির পর ৭৩তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার মার্ক আলব্রাইটনের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকে দুই দল। এরপর পেনাল্টি শুট আউটে ৩-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে সিটি।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘন্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।