ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শেখ জামালকে বিদায় করে কোয়ার্টারে শেখ রাসেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
শেখ জামালকে বিদায় করে কোয়ার্টারে শেখ রাসেল বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

স্বাধীনতা কাপে গ্রুপের শেষ ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সঙ্গে ড্র করে কোয়ার্টার-ফাইনালে পা রেখেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। শেষ আটে যেতে হলে জয় ছাড়া কোনো বিকল্প ছিল না শেখ জামালের। তবে ড্র করে সুযোগটি দারুণভাবে কাজে লাগালো শেখ রাসেল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার (০৮ ডিসেম্বর) ‘ডি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। শেখ রাসেল এর আগে নিজেদের প্রথম ম্যাচেও বসুন্ধরা কিংসের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল।

বসুন্ধরা কিংস এই গ্রুপে কোয়ার্টার ফাইনাল থেকে আগেই নিশ্চিত করেছিল। তাদের পয়েন্ট ৪। শেখ রাসেলের পয়েন্ট ২।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ০৮ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।