ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

নতুন কোচের অধীনে রিয়ালের জয়রথ ছুটছেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
নতুন কোচের অধীনে রিয়ালের জয়রথ ছুটছেই ছবি: সংগৃহীত

হুলেন লোপেতেগির বরখাস্তের পর অন্তবর্তীকালীন কোচ সান্তিয়াগো সোলারির অধীনে দুর্দান্তই খেলছে রিয়াল মাদ্রিদ। সর্বশেষ লা লিগার ম্যাচে সেল্টা ভিগোকে ৪-২ গোলে হারিয়ে টানা চার জয় তুলে নিয়েছে গ্যালাকটিকোরা।

রোববার সেল্টার মাঠ অ্যাবানকা-বালাইদোসে আতিথিয়েতা নিতে গিয়ে করিম বেনজেমার গোলের পর আত্মঘাতী গোলে জোড়া লিড পায় রিয়াল। পরে সার্জিও রামোস ও দানি কাবায়ো আরও একটি করে গোল করেন।

এদিন ২৩ মিনিটে লুকা মদ্রিচের পাস থেকে ফরাসি তারকা বেনজেমা গোল করে এগিয়ে দেন রিয়ালকে। প্রথমার্ধে দলটি আর কোনো গোল না পেলেও বিরতির পর ৫৬ মিনিটে গুস্তাভো কাবরালের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয় তাদের।

৬১ মিনিটে হুগো মায়োর গোলে অবশ্য ব্যবধান কমায় সেল্টা। কিন্তু ৮৩ মিনিটে পেনাল্ট থেকে রামোস ও যোগ করা সময়ের প্রথম মিনিটে কাবায়ো জয় নিশ্চিত করা গোলটি করেন। যোগ করা সময়ের শেষ দিকে সেল্টার ব্রাইস মেন্দেস একটি গোল করলেও হার এড়াতে পারেনি স্বাগতিকরা।

এ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে আছে রিয়াল। ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।