ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে সেমিফাইনালে শেখ রাসেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে সেমিফাইনালে শেখ রাসেল চট্টগ্রাম আবাহনীকে হটিয়ে সেমিফাইনালে শেখ রাসেল-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠলো শেখ রাসেল ক্রীড়া চক্র।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার (১০ নভেম্বর) মুখোমুখি হয় চট্টগ্রাম আবাহনী ও শেখ রাসেল। প্রথমার্ধ গোলশূন্য হলেও পঞ্চম মিনিটে এগিয়ে যেতে পারতো শেখ রাসেল।

কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল দি সিলভা ক্রসবারের ওপর দিয়ে বল উড়িয়ে মারলে গোল বঞ্চিত হয় তারা। চট্টগ্রাম আবাহনীকে হটিয়ে সেমিফাইনালে শেখ রাসেল-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় শেখ রাসেল। নাইজেরিয়ান স্ট্রাইকার রাফায়েল ওডোইনের শট চট্টগ্রাম আবাহনীর মুফতা লাওয়ালের গায়ে গোল হয়।

আগামী রোববার বসুন্ধরা কিংস-টিম বিজেএমসির মধে চতুর্থ কোয়ার্টার-ফাইনালের জয়ী দলের সঙ্গে শেষ চারে খেলবে ২০১৩ সালের চ্যাম্পিয়ন শেখ রাসেল।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।