ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কোচের দায়িত্বে ফিরছেন ওয়েঙ্গার!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
কোচের দায়িত্বে ফিরছেন ওয়েঙ্গার! আর্সেন ওয়েঙ্গার-ছবি: সংগৃহীত

ইংলিশ জায়ান্ট আর্সেনালের দায়িত্ব ছেড়েছেন এক মৌসুমও হয়নি। এরইমধ্যে ফের কোচিংয়ে ফিরছেন গানারদের কিংবদন্তি ফরাসি কোচ আর্সেন ওয়েঙ্গার। এবার ইতালির ক্লাব এসি মিলানের ডাগ আউটে দেখা যেতে পারে এই বর্ষীয়ান কোচকে।

ফরাসি পত্রিকা ফ্রেন্স ফুটবলের এক রিপোর্টে বলা হয়েছে, এসি মিলানের সঙ্গে আলোচনা প্রায় শেষ করে এনেছেন ওয়েঙ্গার। আগামী সপ্তাহেই নতুন ক্লাবের দায়িত্ব নিতে চলেছেন তিনি, এমনটাই জানিয়েছে পত্রিকাটি।

২০১৭ সালের জুনে দীর্ঘ ২২ বছরের বন্ধন ছিন্ন করে গানারদের দায়িত্ব ছেড়ে দেন ৬৯ বছর বয়সী ফরাসি গ্রেট ওয়েঙ্গার।  

এদিকে ওয়েঙ্গারের আগমনে মিলান অধ্যায়ের সমাপ্তি টানতে চলেছেন বর্তমান কোচ জেনারো গাত্তুসো। তার অধীনে সিরি আ’র পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে এসি মিলান।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।