ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

চিগুজির জোড়া গোলে মোহামেডানের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
চিগুজির জোড়া গোলে মোহামেডানের জয় চিগুজির জোড়া গোলে মোহামেডানের জয়-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোফেল স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপে প্রথম জয় তুলে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ‘ডি’ গ্রুপে এর আগে নবাগত দল বসুন্ধরা কিংসের কাছে বড় ব্যবধানে হেরে শুরু করেছিল ঐতিহ্যবাহী দলটি। এদিন দলের জয়ে জোড়া গোল করেন নাইজেরিয়ান স্ট্রাইকার কিংসলে চিগুজি।

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপে মুখোমুখি হয় মোহামেডান ও নবাগত দল নোফেল। চিগুজির জোড়া গোলে মোহামেডানের জয়-ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমএদিন প্রথমার্ধে অবশ্য কোনো গোল হয়নি।

বিরতির পর ৬৯তম মিনিটে এগিয়ে যায় মোহামেডান। ল্যান্ডিং ডারবোর থেকে বল পেয়ে চিগুজি দলকে লিড পাইয়ে দেন। পরের মিনিটেই ক্রস থেকে হেডের মাধ্যমে ব্যবধান দ্বিগুণ করেন এই স্ট্রাইকার। এই গোলেই জয় নিশ্চিত করে মোহামেডান।

এ নিয়ে টানা দুই হারের স্বাদ পাওয়া নোফেল তাদের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কাছে হেরেছিল ২-১ গোলে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ০৩ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।