ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সৈয়দপুরে বসুন্ধরা কিংসের ফুটবল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
সৈয়দপুরে বসুন্ধরা কিংসের ফুটবল বিতরণ ফুটবল বিতরণ। ছবি: বাংলানিউজ

নীলফামারী: গ্রামে-গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুটবল খেলোয়াড়দের উৎসাহ দিতে নানা কর্মসূচি পালন করছে বসুন্ধরা কিংস। ‘জাগবে গ্রামীণ ক্রীড়া সংগঠন, ঘটাবে সামাজিক উন্নয়ন’ এ প্রতিপাদ্যে নীলফামারীর সৈয়দপুরে খেলোয়াড়দের ফুটবল বিতরণ করা হয়েছে।

বুধবার (৩১ অক্টোবর) বিকেলে এ উপলক্ষে শহরের খেজুরবাগ এলাকায় প্রিন্স স্পোটিং ক্লাব মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। বসুন্ধরা কিংস ফ্যানস সৈয়দপুর এর আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বসুন্ধরা কিংসের জেনারেল সেক্রেটারি মিনহাজুল ইসলাম মিনহাজ।

সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-৩ কাজী জাহানারা পারভীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, বসুন্ধরা কিংসের রংপুরের জেনারেল সেক্রেটারি মাহবুবুল ইসলাম, প্রিন্স স্পোটিং ক্লাবের সভাপতি মোখলেছুর রহমান মিন্টু, সৈয়দপুর ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক শাবাহাত আলী সাব্বু, সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান শাহিন।  

সভা শেষে ২৩টি ক্রীড়া সংগঠনকে একটি করে ফুটবল বিতরণ করা হয়।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।