ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

টটেনহ্যামকে হারিয়ে শীর্ষে ফিরলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
টটেনহ্যামকে হারিয়ে শীর্ষে ফিরলো ম্যানসিটি টটেনহ্যামকে হারিয়ে শীর্ষে ফিরলো ম্যানসিটি-ছবি: সংগৃহীত

টটেনম্যাহকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরলো ম্যানচেস্টার সিটি। দলের হয়ে একমাত্র গোলটি করেন রিয়াদ মাহারেজ। আর এ জয়ে ফের লিগ টেবিলের শীর্ষে ফিরলো পেপ গার্দিওলার শিষ্যরা।

সোমবার রাতে টটেনহ্যামের মাঠ ওয়েম্বলি স্টেডিয়ামে আতিথিয়েতা নিতে যায় সিটি। তবে স্বাগতিকদের হতাশ করে ম্যাচের মাত্র ৬ মিনিটেই এগিয়ে যায় সফরকারীরা।

রাহিম স্টারলিংয়ের পাস থেকে গোলটি করেন আলজেরিয়ার স্ট্রাইকার মাহারেজ।

খেলার বাকি সময় টেটনহ্যাম অনেক চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়েই তারা মাঠ ছাড়ে।

লিগে ১০ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে শীর্ষে ফেরা ম্যানসিটির পয়েন্ট ২৬। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া লিভারপুলের পয়েন্টও ২৬। তবে গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।