ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর্সেনালের টানা ১১ ম্যাচ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
আর্সেনালের টানা ১১ ম্যাচ জয় আর্সেনালের জয়। ছবি: সংগৃহীত

উয়েফা ইউরোপা লিগে ১-০ গোলে জয় পেয়েছে আর্সেনাল। আর এই জয়ে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচে জয় পেল দলটি।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল শুক্রবার (২৬ অক্টোবর) দিবাগত রাতের ম্যাচে স্পোর্টিং লিসবনকে হারায়। তবে প্রতিপক্ষের মাঠে জয় পেতে বেশ কষ্ট করতে হয় আর্সেনালকে।

দলের হয়ে একমাত্র গোল করেন ড্যানি ওয়েলব্যাক।  

বেশ চেষ্টার পরও প্রথমার্ধে আর্সেনালকে কোনো গোলের সুযোগ দেয়নি স্বাগতিকরা। রক্ষনভাগের দক্ষতায় আর্সেনালের মতো দল কোনো সুযোগই তৈরি করতে পারেনি।

ম্যাচের ৭৭ মিনিটে একমাত্র গোলটি করেন ড্যানি ওয়েলব্যাক। আর এই একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।  

এই নিয়ে টানা ১১ ম্যাচ জয় পেলো আর্সেনাল। আর মাত্র এক ম্যাচে জয় পেলেই নিজেদের টানা জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলবে আর্সেনাল। এর আগে ২০০৭ সালের অক্টোবরে সব প্রতিযোগিতায় টানা ১২ ম্যাচে জয় পায় আর্সেন ওয়েঙ্গোরের দল।

এ জয়ে উয়েফা ইউরোপা লিগের ‘ই’ গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেছে আর্সেনাল। ৩ ম্যাচে পুরো ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে তারা। সমান ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্পোর্টিং লিসবন।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।