ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ জামাল-মোহামেডান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ জামাল-মোহামেডান বসুন্ধরা কিংস। ছবি: বাংলানিউজ

শুরু হচ্ছে বাংলাদেশের ফুটবল মৌসুম। ফেডারেশন কাপ দিয়ে ২৭ অক্টোবর থেকে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্ট। মোট ১৩টি ক্লাব নিয়ে বসবে এই টুর্নামেন্ট।

চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। প্রতি দলে থাকবে তিনটি করে দল।

আর একটি গ্রুপে (গ্রুপ ডি) খেলবে চারটি দল। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে কোয়ার্টার ফাইনালে।

চার দলের এই গ্রুপে শেখ জামালের সঙ্গে আছে নবাগত শক্তিশালী বসুন্ধরা কিংস আর মোহামেডান স্পোর্টিং। তাদের সঙ্গে থাকছে আরও একটি নবাগত দল নোফেল স্পোর্টিং।

দেশের শীর্ষস্থানীয় বসুন্ধরা গ্রুপ থেকে এবারের ফেডারেশন কাপে অংশ নিচ্ছে মোট তিনটি দল। নিজস্ব বসুন্ধরা কিংস ছাড়াও শেখ জামাল ও শেখ রাসেলও বসুন্ধরার মালিকানাধীন দল।

গ্রুপ ‘এ’: চট্টগ্রাম আবাহনী, আরামবাগ ক্রীড়া সংঘ, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি
গ্রুপ ‘বি’: সাইফ স্পোর্টিং, ব্রাদার্স ইউনিয়ন, বিজেএমসি
গ্রুপ ‘সি’: আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়াচক্র, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র
গ্রুপ ‘ডি’: শেখ জামাল ধানমন্ডি, মোহামেডান স্পোর্টিং, বসুন্ধরা কিংস ও নোফেল স্পোর্টিং ক্লাব

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।