ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শেষ মুহূর্তের গোলে সেমির আশা বাঁচালো ইতালি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
শেষ মুহূর্তের গোলে সেমির আশা বাঁচালো ইতালি ক্রিস্টিয়ান বিরাঘির একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় ইতালি-ছবি: সংগৃহীত

শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়লো ইতালি। এরই ফলে উয়েফা ন্যাশনস লিগের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রোববার পোল্যান্ডের বিপক্ষে ক্রিস্টিয়ান বিরাঘির একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় ইতালি।

রাশিয়া বিশ্বকাপে জায়গা না পাওয়া ইতালির সময়টা ভালো যাচ্ছে না। শেষ ১৩ ম্যাচে এটি তাদের মাত্র তৃতীয় জয়।

আগের জয় দুটি এসেছিল আলবেনিয়া ও সৌদি আরবের বিপক্ষে।

পোল্যান্ডের মাঠ স্টেডিয়ন স্লাসকিতে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কর্নার থেকে পাওয়া বলে শট করে গোলটি করেন বিরাঘি। ইতালির জার্সিতে এটাই তার প্রথম গোল।

উয়েফা ন্যাশনস লিগে আজ্জুরিদের এটি প্রথম জয়। গত মাসে ইতালির মাঠে দুদলের মধ্যে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে পর্তুগালের মাঠে ১-০ গোলে হেরেছিল রবার্তো ম্যানচিনির শিষ্যরা।

তিন ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ‘এ’ লিগের গ্রুপ-৩ এর দ্বিতীয় স্থানে আছে ইতালি। আর এই হারের পর ১ পয়েন্ট নিয়ে তৃতীয় থাকা পোল্যান্ডের ‘বি’ লিগে অবনমনও নিশ্চিত হয়ে গেছে। দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পর্তুগাল।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।