ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

লিভারপুলকে বিদায় করলো চেলসি, আর্সেনালের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
লিভারপুলকে বিদায় করলো চেলসি, আর্সেনালের জয় লিভারপুলকে বিদায় করলো চেলসি-ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে উড়তে থাকা লিভারপুলকে ২-০ গোলে হারিয়ে লিগ কাপ থেকে বিদায় করে দিল চেলসি। এরই সঙ্গে আসরটির চতুর্থ রাউন্ডে পা দিল সারির শিষ্যরা। অন্যদিকে ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল।

ঘরের মাঠ ‍অ্যানফিল্ডে এদিন চেলসিকে আমন্ত্রণ জানায় লিভারপুল। তবে ম্যাচের প্রথমার্ধ কোনো গোল হয়নি।

কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ড্যানিয়েল স্টুরিজের গোলে লিভারপুলই প্রথম লিড নেয়। তবে ৭৯ মিনিটে এমারসন ও ৮৫ মিনিটে এডেন হ্যাজার্ডের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

এদিকে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের জয়ের ম্যাচে জোড়া গোল করেন ড্যানি ওয়েলবেক। আর একটি গোল করেন আলেকসান্দ্র লাকাজাত্তে। ব্রেন্টফোর্ডের হয়ে একমাত্র গোলটি করেন জাজ।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।