ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন সাতক্ষীরায় নবম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে নবম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৭।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় সাতক্ষীরা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বেলনু ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ইলিয়াস হোসেন ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমান।

সাতক্ষীরা পৌরসভা দল ও শ্যামনগর উপজেলা দলের মধ্যকার নবম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। খেলার প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মাথায় সাতক্ষীরা পৌরসভা দলের ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় ইব্রাহিম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান।

এরপর দ্বিতীয়ার্ধের ঠিক ২৫ মিনিটে শ্যামনগর উপজেলা দলের ৫ নম্বর জার্সিধারী খেলোয়াড় বিপ্রজিৎ গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনতে সক্ষম হন।

পরে কোনো দলই আর গোল করতে পারেনি। এতে ১-১ গোলে ড্র হয় উদ্বোধনী ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।