ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

উগান্ডায় ফুটবলারবাহী নৌকাডুবি, নিহত ৩০

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
উগান্ডায় ফুটবলারবাহী নৌকাডুবি, নিহত ৩০ উগান্ডায় ফুটবলারবাহী নৌকাডুবি, নিহত ৩০/ছবি: সংগৃহীত

ব্রাজিলের শ্যাপেকোয়েন্সে ফুটবল ক্লাবের বিমান দুর্ঘটনায় ৭৭ জনের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার নৌকাডুবিতে প্রাণ হারালেন ৩০ ফুটবলার-সমর্থক।

ঢাকা: ব্রাজিলের শ্যাপেকোয়েন্সে ফুটবল ক্লাবের বিমান দুর্ঘটনায় ৭৭ জনের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার নৌকাডুবিতে প্রাণ হারালেন ৩০ ফুটবলার-সমর্থক।

উগান্ডার লেক আলবার্টের এই ঘটনায় নৌকাতে থাকা ৪৫ জন ফুটবলার ও সমর্থকদের মধ্যে ৩০ জনই মারা যান।

দুর্ঘটনার পর ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।

বড় দিনের এক প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলতে বুলিসা থেকে হোইমা যাচ্ছিল দলটি।

পুলিশ কমান্ডার জন রুতাগিরা বার্তা সংস্থা এএফপিকে জানান, ‘লেক আলবার্টের পানি সে সময় শান্তই ছিল। কিন্তু, সমস্যা হয় যখন যাত্রীরা নৌকার একপাশে জড়ো হতে থাকেন। হয়তো যাত্রীরা মদ্যপ অবস্থায় ছিলেন। তাদের উল্লাসের মাত্রা বেশি থাকায় নৌকাটি ভার সইতে পারেনি, ফলে নৌকাটি কাত হয়ে ডুবে যায়। ’

এর আগেও লেক আলবার্টে নৌকাডুবির একাধিক ঘটনা ঘটেছে। ২০১০ সালে লেক আলবার্টে নৌকাডুবিতে ৭০ জন প্রাণ হারান। ২০০৪ সালে নৌকাডুবিতে ৪৫ জনের প্রাণহানি ঘটেছিল।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ২৭ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।