ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ঘরের মাঠে ব্যর্থ রিয়াল, ব্যর্থ রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
ঘরের মাঠে ব্যর্থ রিয়াল, ব্যর্থ রোনালদো ছবি:সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয় পেতে ব্যর্থ হয়েছে রিয়াল মাদ্রিদ। বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করায় দ্বিতীয় হয়েই শেষ ষোলোতে পা রাখছে জিনেদিন জিদান শিষ্যরা। এদিন গোল করতে ব্যর্থ হয়েছেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

ঢাকা: চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয় পেতে ব্যর্থ হয়েছে রিয়াল মাদ্রিদ। বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করায় দ্বিতীয় হয়েই শেষ ষোলোতে পা রাখছে জিনেদিন জিদান শিষ্যরা।

এদিন গোল করতে ব্যর্থ হয়েছেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।  

গ্রুপ ‘এফ’র ম্যাচে বুধবার রাতে ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে জার্মান জায়ান্ট ডর্টমুন্ডকে আতিথিয়েতা জানায় রিয়াল। তবে করিম বেনজেমার জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে গ্যালাকটিকোরা। ডর্টমুন্ডের হয়ে পিয়েরে-এমিরিক আয়ুবামেয়াং ও মার্কো রিয়াস গোল করে দলকে শীর্ষে নিয়ে যান।

এদিন খেলার প্রথমার্ধে রিয়ালই আধিপত্য বিস্তার করে খেলে। ফলে ম্যাচের ২৮ মিনিটেই লিড নেয় দলটি। দানি কারবাহালের সহায়তায় গোল করেন ফরাসি স্ট্রাইকার বেনজেমা। তবে এই ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজের জোড়া গোল পূর্ণ করে দলেকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন বেনজেমা। জেমস রদ্রিগেজের অ্যাসিস্টে চ্যাম্পিয়নস লিগ আসরে নিজের ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। কিন্তু ম্যাচের ৬০ মিনিটেই চলতি মৌসুমের ১৯তম গোল করে দলের ব্যবধান কমান আয়ুবেমায়েং। আর তারই সহায়তায় বদলি ফুটবলার হিসেবে নামা রিয়াস ম্যাচের নির্ধারিত সময়ের দুই মিনিট আগে গোল করে দলের হার এড়িয়ে যান।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল। ছয় ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছে ডর্টমুন্ড। আর সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রিয়াল। আর দ্বিতীয়স্থানে থাকার ফলে শেষ ষোলোতে কঠিন প্রতিপক্ষই অপেক্ষা করছে রিয়ালের জন্য। সম্ভাব্য দল হিসেবে জুভেন্টাস অথবা আর্সেনালের মুখোমুখি হতে হবে জিদান শিষ্যদের।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, ০৮ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।