ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শৈশবের ক্লাবে ফিরছেন দেমিচেলিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
শৈশবের ক্লাবে ফিরছেন দেমিচেলিস মার্টিন দেমিচেলিস/ছবি: সংগৃহীত

আগামী ২০ ডিসেম্বর ৩৬-এ পা রাখবেন মার্টিন দেমিচেলিস। ফর্মহীনতায় ক্যারিয়ারের শেষদিকে এসে সময়টা ভালো যাচ্ছে না আর্জেন্টাইন তারকার। গত আগস্টে এক বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটি ছেড়ে এসপানিওলে যোগ দেন। সেখানেও একই দশা! তাই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই ক্লাব ছাড়তে পারেন।

ঢাকা: আগামী ২০ ডিসেম্বর ৩৬-এ পা রাখবেন মার্টিন দেমিচেলিস। ফর্মহীনতায় ক্যারিয়ারের শেষদিকে এসে সময়টা ভালো যাচ্ছে না আর্জেন্টাইন তারকার।

গত আগস্টে এক বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটি ছেড়ে এসপানিওলে যোগ দেন। সেখানেও একই দশা! তাই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই ক্লাব ছাড়তে পারেন।

এ মৌসুমে মাত্র দুই ম্যাচে সুযোগ পেয়েছেন তিনি। বোঝাই যাচ্ছে, কোচ সানচেজ ফ্লোরেজের পরিকল্পনায় নেই দেমিচেলিস! এরই মধ্যে অন্য কোথাও থিতু হওয়ার দিকে চোখ রাখছেন অভিজ্ঞ এ সেন্টারব্যাক।

শৈশবের ক্লাব রিভারপ্লেটে ফেরার বিষয়টি বিবেচনা করছেন ৩৫ বছর বয়সী দেমিচেলিস। বলা হচ্ছে, স্বদেশী ক্লাবই তার সম্ভাব্য গন্তব্য। সেটি জানুয়ারিতে হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

নিজেদের সবশেষ আট ম্যাচে অপরাজেয় এসপানিওল। মৌসুমের শুরুর দিকের হতাশা ভুলে রক্ষণভাগ নিয়ে সন্তুষ্ট ফ্লোরেজ। দেমিচেলিসের দলে নিয়মিত হওয়ার সুযোগ নেই বললেই চলে। তাই ম্যানসিটির (২০১৩-১৬) পর এসপানিওল অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন সাবেক বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার।

রিভারপ্লেটের জার্সিতে ২০০১ সালে পেশাদার ফুটবলে পা রাখেন মার্টিন দেমিচেলিস। দু’বছর পর তাকে ভাগিয়ে নেয় জার্মান জায়ান্ট বায়ার্ন (২০০৩-১০)। এবার তার বুয়েন্স আইরেসে প্রত্যাবর্তনের জোরালো সম্ভাবনাই দেখা যাচ্ছে!

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।