ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইনজুরির গুজব উড়িয়ে অনুশীলনে রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
ইনজুরির গুজব উড়িয়ে অনুশীলনে রোনালদো ছবি: সংগৃহীত

এল ক্লাসিকোর আগে স্বস্তির নিঃশ্বাসই ফেলছে রিয়াল মাদ্রিদ! ইনজুরির গুজব উড়িয়ে দলের সঙ্গে অনুশীলন করেছেন দলের সেরা অস্ত্র ক্রিস্টিয়ানো রোনালদো। পূর্ণ ফিটনেস নিয়েই বার্সেলোনার মুখোমুখি হচ্ছেন সিআর সেভেন।

ঢাকা: এল ক্লাসিকোর আগে স্বস্তির নিঃশ্বাসই ফেলছে রিয়াল মাদ্রিদ! ইনজুরির গুজব উড়িয়ে দলের সঙ্গে অনুশীলন করেছেন দলের সেরা অস্ত্র ক্রিস্টিয়ানো রোনালদো। পূর্ণ ফিটনেস নিয়েই বার্সেলোনার মুখোমুখি হচ্ছেন সিআর সেভেন।

অাগামী শনিবার (৩ ডিসেম্বর) বহুল প্রতিক্ষীত বার্সা-রিয়াল হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। ন্যু ক্যাম্পে খেলা শুরু বাংলাদেশ সময় ‍রাত সোয়া ৯টায়। পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা কাতালানদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে গ্যালাকটিকোরা।

স্পোর্টিং গিজনের বিপক্ষে ম্যাচ শেষে রোনালদো অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছিলেন বলে একটা গুঞ্জন উঠে। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ২৬ নভেম্বরের লিগ ম্যাচটিতে পর্তুগিজ আইকনের জোড়া গোলে ২-১ ব্যবধানের জয় পায় লস ব্লাঙ্কসরা।

সে যাই হোক, এমন খবর ভিত্তিহীনই প্রমাণিত হলো। গিজন ম্যাচের পর ক্লাবের ট্রেনিং কমপ্লেক্সে সোমবারের (২৮ নভেম্বর) ট্রেনিং সেশনে রোনালদোর কোনো সমস্যা চিহ্নিত হয়নি। স্বাভাবিকভাবেই দিনটি উপভোগ করেন তিনবারের ব্যালন ডি’অর জয়ী।

রিয়াল সমর্থকদের জন্য আরেকটি স্বস্তির খবর হলো, হাঁটুর ইনজুরি কাটিয়ে অনুশীলন অব্যাহত রেখেছেন ফ্রেঞ্চ সেন্টারব্যাক রাফায়েল ভারান।

দলের বেশ কয়েকজনের ইনজুরি কোচ জিনেদিন জিদানের কপালে এমনিতেই চিন্তার ভাঁজ ফেলছে। তাই বার্সার বিপক্ষে রোনালদোর ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ বলা চলে। মঙ্গলবার (২৯ নভেম্বর) গ্যারেথ বেলের ডান পায়ের গোড়ালিতে সার্জারি করানোর কথা রয়েছে। নতুন বছরের আগে ওয়েলস তারকার মাঠে নামার সম্ভাবনা নেই।

অন্যদিকে, মিডফিল্ডার টনি ক্রুস ও ফরোয়ার্ড আলভারো মোরাতার এল ক্লাসিকোতে অনুপস্থিতির বিষয়টিও নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। যদিও ইনজুরির পর দু’জনই প্রথমবারের মতো মাঠে সতীর্থদের সঙ্গে হালকা ট্রেনিং করেছেন। ক্রুস পায়ের ফ্র্যাকচার ও মোরাতা হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।