ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সিরাজদিখানে এসপি কাপ প্রীতি ফুটবল অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
সিরাজদিখানে এসপি কাপ প্রীতি ফুটবল অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জে সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে পুলিশ সুপার (এসপি) কাপ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জে সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে পুলিশ সুপার (এসপি) কাপ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন অব মালখানগরের সহযোগিতায় উপজেলার মালখানগর বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ খেলার আয়োজন করা হয়।

খেলায় সিরাজদিখান থানা পুলিশকে ৩-০ গোলে হারিয়ে বিজয়ী হয় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন অব মালখানগর।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের  সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ।

বিশেষ অতিথি ছিলেন, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানবীর মোহাম্মদ আজিম, এএসপি সার্কেল (শ্রীনগর) সামসুজ্জামান বাবু, সদর থানা ওসি ইউনুচ আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন- লেখক সামসুল হক, জৈনসার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, কোলা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, বয়রাগদী ইউপি চেয়ারম্যান গাজী আলাউদ্দিন, শেখের নগর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, মালখানগর ইউপি আওয়ামী লীগ সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ খান, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সুবীর চক্রবর্তী  প্রমুখ।

খেলা শেষে অতিথিদের ক্রেস্ট তুলে দেন সংগঠনের সভাপতি আশরাফুজ্জামান সোহেল। পরে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।