ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বারিধারার বিপক্ষে রহমতগঞ্জের লজ্জা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
বারিধারার বিপক্ষে রহমতগঞ্জের লজ্জা সংগৃহীত

প্রথম লেগে রহমতগঞ্জের কাছে ২-০ গোলে হারের প্রতিশোধটা কড়ায়-গন্ডায় তুলে নিল উত্তর বারিধারা।

ঢাকা: প্রথম লেগে রহমতগঞ্জের কাছে ২-০ গোলে হারের প্রতিশোধটা কড়ায়-গন্ডায় তুলে নিল উত্তর বারিধারা। কেননা জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ফিরতি লেগের ম্যাচে পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা রহমতগঞ্জকে একই ব্যবধানে হারিয়ে দেয় টেবিলের তলানির দল বারিধারা!
 
লিগে এটি উত্তর বারিধারার চতুর্থ জয়।

আর এই জয়ে ১৫ রাউন্ড শেষে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১১ নম্বরে উঠে এল বারিধারা।
 
চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে দু’দলের মধ্যকার ম্যাচে প্রথমার্ধের খেলায় জাল খুঁজে পায়নি কেউই। ফলে গোলশূন্য অবস্থা নিয়ে যেতে হয় প্রথমার্ধের বিরতিতে।
 
তবে প্রথমার্ধে জাল খুঁজে না পেলেও দ্বিতীয়ার্ধে অপ্রত্যাশিতভাবে জাল খুঁজে পায় বারিধারা। ৭৩ মিনিটে মনির আলম রহমতগঞ্জের জালে বল ঠেলে দলকে এগিয়ে দেন ১-০ তে।
 
এখানেই থেমে থাকেনি টেবিলের তলানিতে পড়ে ধুঁকতে থাকা দলটি। ৮৬ মিনিটে সবুজ রহমগঞ্জের রক্ষণকে বোকা বানিয়ে জালে বল জড়ালে ২-০ গোলে এগিয়ে যায় বারিধারা।
 
তবে ব্যবধান কমাতে বেশ কয়েকবার বারিধারা সীমানায় আক্রমণ রচনা করেছে এবারের প্রিমিয়ার লিগে উড়তে থাকা রহমতগঞ্জ। কিন্তু শেষ পর্যন্ত দলটি তাদের লক্ষ্যে ব্যর্থ হলে লিগে চতুর্থ হারের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয়।
 
বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।