ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

তৃতীয়বারের মতো সভাপতি সালাহউদ্দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
তৃতীয়বারের মতো সভাপতি সালাহউদ্দিন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বাফুফে নির্বাচন-২০১৬। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হলেন গত দুইবারের নির্বাচিত কাজী মো: সালাহউদ্দিন।

ফলে, ২০০৮ ও ২০১২ সালের পর টানা তৃতীয়বারের মতো তিনি বাফুফের সভাপতি পদে থাকলেন।

 

এবারের নির্বাচনে ভোটার ছিলেন ১৩৪ জন। সালাহউদ্দিন ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৫৪ ভোট। একটি ভোট বাতিল হয়। সভাপতি পদে সালাহউদ্দিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন নরসিংদীর পলাশ থানার সাংসদ কামরুল আশরাফ খান পোটন।

 

শনিবার (৩০ এপ্রিল) দুপুর ২টায় হোটেল রেডিসনে ভোটগ্রহণ শুরু হয়। যা চলে বিকেল ৫টা পর্যন্ত।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এবারের নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ১০ জন ও সদস্য পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
 
সিনিয়র সহ-সভাপতি পদে কেউই প্রতিদ্বন্দ্বিতা করেননি। কেননা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদটিতে ইতোমধ্যেই নির্বাচিত হয়েছেন গেলবারের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে থাকা আব্দুস সালাম মুর্শেদী।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা ৩০ এপ্রিল ২০১৬
এইচএল/এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।