ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দর্শক পেটালেন রেফারিকে! (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
দর্শক পেটালেন রেফারিকে! (ভিডিও) ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কের সুপার লিগ ফুটবলে দর্শকের হাতে লাঞ্ছিত হয়েছেন ম্যাচ অফিসিয়াল। ফেনেরবাখ ও ত্রাবজোন্সপরের মধ্যকার ম্যাচে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ফেনেরবাখ ৪-০ গোলে লিড নেওয়ার পর ত্রাবজোন্সপরের বেশ কিছু দর্শক মাঠে ঢুকে অফিসিয়াল ভোল্কান বায়ারস্লানের ওপর আক্রমণ করে।

ম্যাচের ৮৯ মিনিটে এক সমর্থক অতর্কিতভাবে সহকারী রেফারিকে ধাক্কা দিয়ে মাঠে ফেলেই কিল ঘুষি মারতে শুরু করেন একজন দর্শক। নিরাপত্তা কর্মীরা হস্তক্ষেপ করার আগ পর্যন্ত তা চলতে থাকে! অবিলম্বেই ম্যাচ পরিত্যক্ত করেন ম্যাচ রেফারি। তবে ফেনেরবাখ তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানায়, ফলাফলটা তাদের পক্ষে গেছে। লিগ শিরোপা দৌড়ে বর্তমানে তারা পয়েন্ট টেবিলে দুইয়ে ‍অবস্থান করছে।  

এর পরের মুহূর্তটি আরো ভয়ানক। মুহূর্তেই আরো বেশ কিছু দর্শক মাঠে প্রবেশ করে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি করেন। সহকারী রেফারিকে যখন দর্শকরা মারধর করেন তখন অন্যান্য রেফারিরা ড্রেসিং রুমের দিকে চলে যান। ঠিক কী কারণে সহকারী ম্যাচ অফিসিয়ালের ওপর দর্শকরা এভাবে চড়াও হন তার কারণ অবশ্য জানা যায়নি।  

এক বিবৃতিতে তুরস্কের ফুটবল ফেডারেশন বলে, ‘ফেনেরবাখ ও ত্রাবজোন্সপরের মধ্যকার লিগ ম্যাচে ৮৯তম মিনিটে অ্যাসিস্ট্যান্ট রেফারি ভোল্কান বায়ারস্লানকে লাঞ্ছিত করা হয়েছে। রেফারি বুলেন্ট ইল্দিরাম মাঠের খেলা পরিত্যক্ত করেন। বোর্ডের পরিচালনা পর্ষদে এর ফলাফলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ’

তাৎক্ষণিকভাবে ত্রাবজোন্সপর ক্লাব কর্তৃপক্ষ কোনো ধরনের মন্তব্য করেনি।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।