ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হ্যাজার্ডের জোড়া গোলে স্বস্তিতে চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
হ্যাজার্ডের জোড়া গোলে স্বস্তিতে চেলসি ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ২৯ ম্যাচে গোল খরায় ছিলেন বেলজিয়াম মিডফিল্ড‍ার এডিন হ্যাজার্ড। কী অদ্ভুত! তাঁর গোল খরা কাটানোর উপলক্ষ হয়ে এল এএফসি বর্নমাউথের বিপক্ষের এই ম্যাচ!
   
এদিন এই বেলজিয়ান মিডফিল্ড‍ারের জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে এএফসি বর্নমাউথকে ৪-১ গোলে হারিয়েছে চেলসি।


 
দলের হয়ে অপর দুই গোল করেছেন স্প্যানিশ স্ট্রাইকার পেডরো রডরিগেস ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান।
 
এরআগে রোববার (২৪ এপ্রিল) গোল্ডস্যান্ডস স্টেডিয়ামে দু’দলের মুখোমুখি লড়াইয়ের প্রথমার্ধের ৫ মিনিটে সেস ফেব্রিগাসের এগিয়ে দেয়া বল থেকে পেডরোর গোলে ১-০তে লিড পায় চেলসি।
 
এরপর ৩৫ মিনিট পরে বর্নমাউথ সীমানায় আক্রমন চালিয়ে দলকে ২-০ এর লিড এনে দেন এডিন হ্যাজার্ড। আর এই গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ২৯ ম্যাচে অধরা গোলের দেখা পান এই বেলজিয়ান।
 
হ্যাজার্ড গোল করার ঠিক পরের মিনিটেই ফ্র্যান্সিসের দারুণ এক কর্ণার কিক থেকে হেড করে চেলসি জালে বল ঠেলে দিয়ে ব্যবধান ২-১ এ কমিয়ে খেলায় ফেরে বর্নমাউথ।
 
এই স্কোর লাইন নিয়েই প্রথমার্ধের বিরতিতে যায় দু’দল।
 
এরপর দ্বিতীয়ার্ধে রীতিমত জ্বলে উঠে অল ব্লুজরা। ৭১ মিনিটে আবার ফেব্রিগাসের এগিয়ে দেয়া বল থেকে বর্নমাউথ গোল রক্ষককে বোকা বানান ফলে ৩-১ এ লিড পায় চেলসি।
 
উইলিয়ানের পর আবার জ্বলে উঠেন হ্যাজার্ড। ম্যাচের নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহুর্তে সতীর্থ ম্যাটিসের লো ক্রস থেকে জালে বল ঠেলে দিয়ে দলকে ৪-১ এর ব্যবধান জয় এনে দিয়ে মাঠ ছাড়ে গুজ হিডিংকের শিষ্যরা।
 
বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৬
এইচএল   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।