ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর্সেনালকে হটিয়ে তিনে সিটিজেনরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
আর্সেনালকে হটিয়ে তিনে সিটিজেনরা ছবি: সংগৃহীত

ঢাকা: নাইজেরিয়ান স্ট্রাইকার রিহেনাচোর জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের ৩৫তম ম্যাচে স্টোক সিটির বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে ম্যানেচেস্টার সিটি। আর এ জয়ে আর্সেনালকে হটিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এলো পেলেগ্রিনির শিষ্যরা।

 

 
এক ম্যাচ কম খেলে সিটির চেয়ে ১ পয়েন্ট কম থাকায় টেবিলের চার নম্বরে আর্সেনাল। ২৭ এপ্রিল উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফ‍াইনালে রিয়ালের বিপক্ষে মাঠে নামতে আগুয়েরোদের বাড়তি প্রেরণা হিসেবে কাজ করবে।
 
এর আগে শনিবার (২৩ এপ্রিল) ঘরের মাঠ ইত্তেহাদ স্টেডিয়ামে স্টোক সিটিকে আতিথ্য দেয় ম্যানসিটি। তবে আতিথ্য দিয়ে অতিথিদের খুব বেশি স্বস্তিতে থাকতে দেয়নি স্বাগতিকরা। কেননা প্রথমার্ধের ৩৫ মিনিটে হেসুস নাভাসের কর্নারের হেড থেকে ব্রাজিলিয়ান মিড ফিল্ডার ফার্নান্দোর গোলে ১-০ তে লিড পায় ম্যানস্টোর সিটি।
 
ফার্নান্দোর পর প্রথমার্ধ শেষের মাত্র ২ মিনিট আগে পেনাল্টি থেকে স্টোক জালে বল জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো।

 

ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে যায় আকাশি নীল জার্সিধারীরা।
প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধে আক্রমণ ভাগকে আরও শান দিয়ে একের পর এক ডিফেন্সচেরা আক্রমণ রচনা করে রীতিমতো তোপ চালাতে থাকে পেলেগ্রিনির দল।

ঠিক এমন এক আক্রমণের ধারাবাহিকতায় ৬৪ মিনিটে স্টোক গোলবারের ডান ‍দিক দিয়ে পাবলো জাবালেতার ক্রস থেকে গোল করে সিটিকে ৩-০ এর ব্যবধান এনে দেন লিহেনাচো।

এখানেই থামেননি এই নাইজেরিয়ান স্ট্রাইকার। ৭৪ মিনিটে মাঝমাঠ থেকে উইলফ্রেড বোনির এগিয়ে দেওয়া বল থেকে সম্পূর্ণ একক প্রচেস্টায় স্টোক সিটির গোল রক্ষকে পরাস্ত করেল ৪-০ ব্যবধানে এগিয়ে যায় সিটিজেনরা।
 
এরপর অবশ্য সান্ত্বনাসূচক গোল করতে বেশ কয়েকবারই চেস্টা চালিয়েছে স্টোক সিটি। কিন্তু শেষ পর্যন্ত তাদের প্রতিটি চেস্টাই ব্যর্থ হলে ম্যাচ শেষে হারের যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়তে হয়।
 
বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এইচএল/এএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।