ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মুলারের জোড়ায় ফাইনালে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
মুলারের জোড়ায় ফাইনালে বায়ার্ন ছবি: সংগৃহীত

ঢাকা: ট্রেবল জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে গেল বায়ার্ন মিউনিখ। ওয়ের্ডার ব্রেমেনকে ২-০ গোলে হারিয়ে জার্মান কাপের ফাইনালে নিশ্চিত করেছে বাভারিয়ানরা।

দু’টি গোল উদযাপনের মধ্যমণি থমাস মুলার।

এক মৌসুমের বিরতীতে শিরোপা পুনরুদ্ধারে আর মাত্র একটি ম্যাচ দূরে বায়ার্ন। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে হার্থা বিএসসি বা বুরুশিয়া ডর্টমুন্ড। বুধবার (২০ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১২টায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় পরিষ্কার ফেভারিট তকমা নিয়ে মাঠে নামে বায়ার্ন। ঘরের মাঠে ৩০ মিনিটের মাথায় জাভি আলোনসোর ক্রসে দুর্দান্ত হেডে বল জালে জড়ান মুলার। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

নির্ধারিত সময়ের ১৯ মিনিট আগে পেনাল্টি থেকে জোড়া গোলের উল্লাসে মাতেন মুলার। ম্যাচে ফেরার দৌড়েও অনেকটা ছিটকে পড়ে ব্রেমেন। শেষ পর্যন্ত জার্মান তারকার হাত ধরে ফাইনাল নিশ্চিতের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়েন পেপ গার্দিওলার শিষ্যরা।

আগামী ২১ মে (শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায়) বার্লিনের অলিম্পিয়াস্তাদিওন স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।