ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হাইভোল্টেজ ম্যাচে জুভেন্টাসের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
হাইভোল্টেজ ম্যাচে জুভেন্টাসের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিআ লিগের হাইভোল্টেজ ম্যাচে এসি মিলানকে ২-১ গোলে হারালো জুভেন্টাস। ম্যাচে ১-১ গোলে সমতা থাকার পর পল পগবার দুর্দান্ত শটে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রির শিষ্যরা।

 

শনিবার রাতে সানসিরোতে জুভিদের আতিথিয়েতা জানায় মিলান। আর ম্যাচের ১৮ মিনিটে অ্যালেক্সের গোলে এগিয়েও যায় স্বাগতিকরা। কিন্তু ম্যাচের ২৭ মিনিটে মারিও মানজুকিচের গোলে সমতা পায় জুভেন্টাস।

 

বিরতির পর খেলায় লিড নিতে মরিয়া হয়ে ওঠে দু’দল। তবে ৬৫ মিনিটে ফ্রেঞ্চ মিডফিল্ডার পগবার দুর্দান্ত গোলে লিড পায় ইতালি চ্যাম্পিয়নরা। আর শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

এ জয়ের ফলে ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে জুভেন্টাস। আর সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে ছয়ে মিলান।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।