ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্যবধান কমালো অ্যাতলেটিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
ব্যবধান কমালো অ্যাতলেটিকো ছবি: সংগৃহীত

ঢাকা: এসপানিওলের বিপক্ষে ৩-১ গোলের দারুণ জয় পেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। আর এ জয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে পয়েন্ট ব্যবধান কমালো দিয়েগো সিমিওনের শিষ্যরা।

কারণ একই রাতে হেরে যায় বার্সা।

লা লিগার খেলায় এদিন স্তাদিও কোরনেল-এল পার্টে আতিথিয়েতা নিতে যায় অ্যাতলেটিকো। তবে ম্যাচে ২৯ মিনিটে ডিপোর গোলে এগিয়ে যায় এসপানিওল। কিন্তু ছয় মিনিট পরেই অভিজ্ঞ স্ট্রাইকার ফার্নান্দো তোরেসের গোলে সমতা পায় অ্যাতলেটিকো।

বিরতির পর ম্যাচে ৫৮ মিনিটে অ্যান্তোনিও গ্রিজম্যানের গোলে লিড পায় সফরকারীরা। আর ম্যাচের নির্ধারিত সময়ের এক মিনিট আগে স্কোর লাইন ৩-১ করেন কোকে। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে রয়েছে অ্যাতলেটিকো। সমান ম্যাচে তিন পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে বার্সা।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।