ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

টানা তিন ম্যাচে জয়হীন বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
টানা তিন ম্যাচে জয়হীন বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: মৌসুমের শেষ দিকে এসে হঠাৎই ঝিমিয়ে পড়েছে বার্সেলোনা। লা লিগায় টানা তিন ম্যাচে জয় পায়নি লুইস এনরিকের শিষ্যরা।

সর্বশেষ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে হার মানলো দলটি।

ভিয়ারিয়ালের বিপক্ষে ড্র করার পর এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে টানা ৩৯ ম্যাচ পর হারে বার্সা। আর এবার অঘটনের শিকার হলো কাতালানরা। এ হারের ফলে দ্বিতীয়স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে তিন পয়েন্ট এগিয়ে ও রিয়াল থেকে চার পয়েন্ট এগিয়ে রইল বার্সা। সুতরাং আবারও জমে উঠলো লিগের খেলা।

শনিবার রাতে স্তাদিও মিউনিসিপাল দি অ্যানোয়েতায় আতিথিয়েতা নিতে যায় বার্সা। তবে ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই মাইকেল অইয়ারজাবালের গোলে লিড পায় স্বাগতিকরা। আর এই একটি গোলই হারের কারণ হয়ে থাকে।

এ ম্যাচে নিষেধাজ্ঞার কারণে লুইস সুয়ারেজের না থাকাটা বেশ অনুভব করেছে বার্সা। তবে দারুণ সুযোগ পেয়েও ক্যারিয়ারের ৫০০তম গোল থেকে বঞ্চিত হন লিওনেল মেসি। নেইমারও সুযোগ পান তবে গোল আদায় করে নিতে ব্যর্থ হন।

এ ম্যাচ হারের ফলে ৩২ খেলায় ৭৬ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষেই রয়েছে বার্সা। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট অ্যাতলেটিকোর। আর ৩২ ম্যাচে ৭২ পয়েন্ট রিয়ালের।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।