ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আত্মঘাতী গোলে জিতলো শেখ জামাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৬
আত্মঘাতী গোলে জিতলো শেখ জামাল ছবি: সংগৃহীত

ঢাকা: স্বাধীনতা কাপ ফুটবলে জয়ের ধারা অব্যাহত রেখেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বারিধারা ডিফেন্ডার মুনিরুল আলমের আত্নঘাতী গোলে মৌসুমের তৃতীয় ম্যাচে উত্তর বারিধারা ক্লাবকে ১-০ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিযেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বর্তমান এই চ্যাম্পিয়ন দলটি।


 
এরআগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথমার্ধের শুরু থেকেই দারুণ একটি আক্রমণ রচনা করে প্রতিপক্ষের রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলে শেখ জামাল।
 
এমনই এক আক্রমণের ধারাবাহিকতায় প্রধমার্ধের ২০ মিনিটে গোলবারের ডান দিক থেকে শেখ জামালের রক্ষণভাগের খেলোয়াড় লিংকনের ক্রসটি বারিধারা ডিফেন্ডার মুনিরুল আলম গোল রক্ষককে পাস দিলে তা গিয়ে জালে জড়ালে ১-০তে এগিয়ে যায় শেখ জামাল।
 
এরপর অনেক চেস্টা করেও প্রথমার্ধে খেলায় ফিরতে পারেনি বারিধারা। ফলে পিছিয়ে থেকেই প্রথমার্ধের বিরতিতে যেতে হয়।
 
দ্বিতীয়ার্ধের খেলায় আক্রমণের ধার বাড়ায় দু’দলই। কিন্তু শেষ পর্যন্ত আর কোন গোল জালে না জড়ালে জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।
 
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ৯ এপ্রিল, ২০১৬
এইচএল/এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।