ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদোর সঙ্গে ওজিলের তুলনা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
রোনালদোর সঙ্গে ওজিলের তুলনা! ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনায় দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে জাভি হার্নান্দেজের সেরা প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ কে হতে পারেন? জিদান, ব্রাজিলিয়ান ‘ফেনোমেনন’ রোনালদো, ডেভিড বেকহাম, রবার্তো কার্লোস, লুইস ফিগো থেকে শুরু করে আজকের ক্রিস্টিয়ানো রোনালদোও এ তালিকায় থাকতে পারেন।

জাভির চোখে, বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় পর্তুগিজ তারকা রোনালদো তার কঠিনতম প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একজন।

তবে বহু এল ক্লাসিকো ম্যাচে খেলার অভিজ্ঞতায় সিআর সেভেনকে শীর্ষে রাখছেন না স্প্যানিশ কিংবদন্তি মিডফিল্ডার।

মাঠে খেলার কৌশলে রোনালদোকে তার স্বদেশী লুইস ফিগো ও মেসুত ওজিলের পাশে রাখছেন জাভি। অন্যদিকে, স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ জয়ীর মতে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোনালদো ও বর্তমান রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান ছিলেন ‘ভয়ংকর’ প্রতিপক্ষ।

এক সাক্ষাৎকারে জাভি বলেন, ‘অনেক খেলোয়াড়ই আছেন (জাভির কঠিনতম প্রতিদ্বন্দ্বী) কিন্তু রোনালদো ‘দ্য ফেনোমেনন’, লুইস ফিগো, রাউল, ফার্নান্দো হেইরো, রবার্তো কার্লোস, জিদান এদের কাউকেই ভুলতে পারব না এবং পরবর্তী সময়ে ক্রিস্টিয়ানো রোনালদো, মেসুত ওজিল। যাই হোক, সবার মাঝ থেকে জিদান ও ব্রাজিলিয়ান রোনালদোই সেরা। ’

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।