ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

দীর্ঘ ৮ মাস পর আর্জেন্টিনার হয়ে মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
দীর্ঘ ৮ মাস পর আর্জেন্টিনার হয়ে মেসি

ঢাকা: দীর্ঘ আট মাস পর জাতীয় দলের হয়ে মাঠে নামছেন লিওনেল মেসি। মঙ্গলবার আর্জেন্টিনার অনুশীলনে মেসি নামতেই পাল্টে গেছে দলের চেহারা।

এমন প্রসঙ্গে দলের আরেক গুরুত্বপূর্ণ স্ট্রাইকার সার্জিও আগুয়েরো জানান, ‘জাতীয় দলে লিও যোগ দেওয়ায় স্বস্তি পেলাম। ’

আর্জেন্টিনার হয়ে শেষবার মেসি খেলেছিলেন গত বছর জুলাইয়ে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় আগামী বৃহস্পতিবার আলবেসেলিস্তারা নামছে চিলির বিপক্ষে। তারপরই ঘরের মাঠে ৩০ মার্চ দ্বিতীয় ম্যাচ বলিভিয়ার বিপক্ষে।

‌এদিকে নিজেদের গ্রুপে আর্জেন্টিনা এই মুহূর্তে ৬ নম্বরে! গ্রুপের সেরা ছয়টি দল বিশ্বকাপের মূল পর্বে উঠবে। যদিও জেরার্ডো মার্টিনোর শিষ্যদের এখনও বাকি ১৪টি ম্যাচ। মেসি দলে আসার পর আগুয়েরো আরও বলেন, ‘লিও আসার পর মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারকে আমরা পেলাম। ’

৩০ মার্চ বলিভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের এক সপ্তাহ আগেও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়াম তৈরি না হওয়ায় ক্ষুব্ধ আগুয়েরো। সম্প্রতি ওই মাঠে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ায় মাঠ নষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ আর্জেন্টিনা ফুটবলারদের।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ২৩ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।