ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

লাতিন আমেরিকায় বিশ্বকাপ জয় নেই ইউরোপিয়ানদের

সাখাওয়াত আমিন, ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪
লাতিন আমেরিকায় বিশ্বকাপ জয় নেই ইউরোপিয়ানদের

বিশ্ব ফুটবলে লাতিন আমেরিকা বনাম ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইটা চলে আসছে শুরু থেকেই। কেউ বলে ফুটবল মানেই লাতিন আমেরিকা।

আবার ইউরোপকে ফুটবলের ধারক-বাহক বলা লোকেরও অভাব নেই।

বিশ্বকাপ জয়ও দুই মহাদেশের সমানে সমান। বিশ্বকাপের ১৯টি আসরে ইউরোপ যেখানে জিতেছে ১০টি, লাতিনরাও জিতেছে ৯টি। ২০তম বিশ্বকাপটা কোন অঞ্চলে যাবে, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা ও হিসাব নিকাশ।

তবে ইতিহাস বলছে, লাতিন আমেরিকার কোনো দেশ আয়োজক হলে, বিশ্বকাপ জেতার রেকর্ড নেই ইউরোপিয়ানদের।

এবারের আগে মোট ছয় বার বিশ্বকাপ আয়োজন করেছে লাতিন আমেরিকার ৫ দেশ। এরমধ্যে উরুগুয়ে (১৯৩০), আর্জেন্টিনা (১৯৭৮), ব্রাজিল (১৯৫০), চিলি (১৯৬২) একবার করে এবং মেক্সিকো দুইবার (১৯৭০ ও ১৯৮৬) আয়োজন করেছে। এর মধ্যে একবারও কাপ জিততে পারেনি ইউরোপিয়ান কোনো দেশ।

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজন করে লাতিন আমেরিকান দেশ উরুগুয়ে। সেবার কাপ তারা নিজেদের ঘরেই রেখে দেয়।

১৯৫০ সালে প্রথম বারের মত বিশ্বকাপ আয়োজন করে ব্রাজিল। সেবার ব্রাজিলকে কাঁদিয়ে আবারও কাপ নেয় উরুগুয়ে।
১৯৬২ সালে আয়োজন করে চিলি। সেবার চ্যাম্পিয়ন হয় পেলের ব্রাজিল। ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপও জেতে ব্রাজিলই।

এরপর ১৯৭৮ সালে নিজেদের আয়োজনে এবং ১৯৮৬ সালে মেক্সিকোর আয়োজনে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

সর্বশেষ ২০১৪ সালে এবারের বিশ্বকাপের আয়োজক লাতিন আমেরিকান ব্রাজিল। যেখানে ফাইনাল খেলছে লাতিন প্রতিনিধি আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান দল জার্মানি।

লাতিন আমেরিকার ঐতিহ্য বজায় রেখে শিরোপা ধরে রাখতে পারবে আরেন্টিনা, নাকি তাদের হারিয়ে লাতিনে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের পতাকা উড়াবে জার্মানি? কোটি টাকার এ প্রশ্নের উত্তর জানতে আপনাকে অপেক্ষা করতে হবে আজ মধ্যরাত পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।