ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

টিম হোটেলে ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১৪
টিম হোটেলে ম্যারাডোনা

ঢাকা: এ বিশ্বকাপে প্রথম বারের মতো আর্জেন্টিনা দলের সঙ্গে সময় কাটাতে টিম হোটেলে গিয়েছেন ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনা। যে হোটেলে মেসি-হিগুয়েনরা আছেন সেই হোটেলে উঠেছেন ম্যারাডোনা।



রোববার মারাকানা স্টেডিয়ামে জার্মানির বিপক্ষে ফাইনাল খেলবে কিংবদন্তি ম্যারাডোনার উত্তরসূরিরা। তাই ফুটবলাদের অনুপ্রেরণা দিতে হোটেলে গিয়েছেন তিনি।

১৯৮৬ সালের বিশ্বকাপ বিজয়ী নিজ থেকে টিম হোটেলে গিয়েছেন। আলেসান্দ্রো স্যাবেলার শিষ্যদের খোজখবর নেয়া জন্য। এ আসরে আর্জেন্টিনার ফুটবল দেখে কয়েক বার মন্তব্য করেছেন ম্যারাডোনা।

৫৩ বছর বয়সী মনে করে ফাইনালে জয়ের জন্য গোলটি করবেন মেসি।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ১২ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।