ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

স্রষ্টাই সাংবাদিকদের শাস্তি দেবেন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪
স্রষ্টাই সাংবাদিকদের শাস্তি দেবেন

ঢাকা: ব্রাজিলের খেলার সময় পপ শিল্পী বেক্কার সঙ্গে থেলোয়াড়দের শারীরিক সম্পর্ক স্থাপনের বিষয়ে ঘানার বিশ্বকাপ দলের সমন্বয়ক মিসেস আফুয়া হাওয়াজতো ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘মিথ্যা সংবাদ’ প্রচারের জন্য ঘানার সাংবাদিকদের সৃষ্টিকর্তাই শাস্তি দেবেন।

সম্প্রতি খেলোয়াড়দের নিয়ে এমন কেলেঙ্কারির সংবাদ প্রচার হওয়ায় বেশ সমালোচিত হতে হচ্ছে তাকে।



সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, ঘানার মিডফিল্ডার ইমানুয়েল আয়েমাঙ্গ বাদুর সঙ্গে বিশ্বকাপ চলাকালে বেক্কা যৌন সম্পর্ক স্থাপন করেছেন। এমনকি তারা ওই সময় একই শহরে ছিলেন।

কিন্তু হাওয়াজতো দাবি করেছেন, তাদের সুনাম নষ্ট করার জন্য এসব ছবি প্রকাশ করে অপপ্রচার চালানো হয়েছে।

তিনি বলেন, সাংবাদিকরা মিথ্যা সংবাদ প্রচার করেছেন। এজন্য সৃষ্টিকর্তা তাদের বিচার করবেন।

এদিকে এমন কেলেঙ্কারি রটানোর জন্য সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলে হুমকি দিয়েছেন বেক্কা।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।