ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ক্ষোভে পুড়লো নেইমারের জার্সিও

ওযার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জুলাই ৯, ২০১৪
ক্ষোভে পুড়লো নেইমারের জার্সিও

ঢাকা: জার্মানির কাছে বিশ্বকাপের সেমিফাইনালে অমানবিকভাবে ৭-০১ গোলে হারায় ক্ষোভে ব্রাজিলিয়ান তারকা নেইমারের ১০ নম্বর জার্সিও পোড়ালো ভক্ত-সমর্থকরা।

অথচ ম্যাচ শুরুর সময়ও কোটি ভক্ত-সমর্থকের প্রেরণা, হিরো ছিলেন নেইমার।

ইনজুরি আক্রান্ত হয়ে মাঠে না থেকেও ছিলেন সবার মণিকোঠায়।

এ ম্যাচের অধিনায়ক লুইজ, ফরোওয়ার্ড ফ্রেডকে তারা ব্যর্থতার আগুনে পুড়িয়েছেন।

কিন্তু ক্ষোভ, হতাশা একসময় নেমে আসে নেইমারের উপর, যিনি বেলো হরিজেন্তে ছিলেনই না।

শুধু এখানেই থেমে থাকেন নি ফুটবল পাগল ব্রাজিলিয়ানরা। দেশটির জাতীয় পতাকাও পুড়েছে ক্ষোভের আগুনে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।