ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

গুরুকে পাশে পেলেন শিষ্য লুইজ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জুলাই ৯, ২০১৪
গুরুকে পাশে পেলেন শিষ্য লুইজ

ঢাকা: জার্মানির বিপক্ষে প্রথম সেমিফাইনালে ৭-১ গোলে শোচনীয় হারের পর ম্যাচের অধিনায়কত্বের দায়িত্বে থাকা ডেভিড লুইজকে অনেকে ধিক্কার জানাচ্ছে। তবে চেলসির কোচ হোসে মরিনহো লুইজের পাশে এসে দাড়িঁয়েছেন।



নিয়মিত অধিনায়ক থিয়াগো সিলভার পরিবর্তে এ ম্যাচের দায়িত্ব পেয়েছিলেন ডেভিড লুইজ। চেলসি ছেড়ে সদ্যই পিএসজি’তে পাড়ি জমানো লুইজকে নিয়ে সমালোচনা ঝড় উঠেছে। ম্যাচের ময়না তদন্ত করতে গিয়ে অনেকে তাকে দোষীর কাঠগড়ায় তুলছেন।

তবে লুইজের সাবেক ক্লাব গুরু মরিনহো মনে করেন তার সঙ্গে এমনটা করা উচিৎ হচ্ছে না। তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি না কেন একক ভাবে লুইজকে দোষারোপ করা হচ্ছে? এভাবে তার সমালোচনা করা ঠিক হচ্ছে না। কারণ পুরো দলটিই খারাপ করেছে। ’
রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ আরো বলেন, ‘লুইজ কি কোনো ভুল করেছে? ধরলাম করেছে। কিন্তু দান্তে ভুল করেছে, মার্সেলো ভুল করেছে, ফার্নানদিনহো ভুল করেছে, এক কথায় পুরো দল ভুল করেছে। ’

৫১ বছর এই পর্তুগিজের মতে, ‘আমি মনে করি, সকল কোচকে, প্রত্যেক খেলোয়াড়কে, প্রত্যেকটা মানুষকে, যারা বিশ্বকাপের সঙ্গে জড়িত নয় তবে ফুটবলের সঙ্গে জড়িত এমন সকলকে তাদের জন্য দুঃখ প্রকাশ করা উচিৎ। ’

পরাজয়ের এ ম্যাচের পর ব্রাজিল দলের প্রধান কোচ লুইজ ফেলিপ স্কলারি বলেছিলেন, ‘এটা আমার জীবনের সবথেকে খারাপ একটি দিন। ’

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ৯ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।